পক্ষপাতমূলক আচরণের অভিযোগ: ব্যবস্থা না নিলে তালিকা প্রকাশের হুঁশিয়ারি জামায়াতের
আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, এসব কর্মকর্তার ভূমিকা নির্বাচনের সুষ্ঠু পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছে। এ বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) কার্যকর পদক্ষেপ না নিলে অভিযুক্ত কর্মকর্তাদের নাম-তালিকা প্রকাশ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।