নেত্রকোণার হাওরে ধানের বাম্পার ফলন
নেত্রকোণার হাওরে লক্ষ্যমাত্রার দ্বিগুণ ধান উৎপাদন হয়েছে। আবহাওয়া চাষের উপযোগী হওয়ায় এবারে প্রতি কাঠা জমিতে ধান মিলছে ৮ থেকে ১০ মণ। কম্বাইন হারভেস্টার মেশিনসহ আধুনিক যন্ত্রপাতির ব্যবহার বাড়ায় সহজেই উৎপাদিত ধান ঘরে তুলতে পারছেন কৃষকরা। এরইমধ্যে এসব ধান মহাজনদের কাছে বিক্রি করছেন তারা।