চুয়াডাঙ্গায় রেলওয়ে ওভারপাসের নকশা সংশোধন, বাড়বে ভোগান্তি
চুয়াডাঙ্গায় নির্মাণাধীন রেলওয়ে ওভারপাসের নকশায় ত্রুটি সংশোধনে ব্যয় বেড়েছে ১১ কোটি টাকা। নতুন নকশায় বেড়েছে ওভারপাসের র্যাম্পের আয়তন। সেই সাথে নির্মাণ শেষ হওয়ার সময় বেড়েছে এক বছর। এতে ওই সড়কগুলোতে চলাচলে ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার শঙ্কা স্থানীয়দের। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, কাজ শেষ হয়েছে প্রায় ৪০ শতাংশ। দ্রুতই কাজ শেষ হবে বলে আশা।