মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে হামলার শঙ্কা বাড়ছে
মার্কিন নির্বাচন ঘিরে ষড়যন্ত্রতত্ত্ব, হুমকি ও হামলার ঝুঁকি বাড়ছে। নতুন এই বাস্তবতা মোকাবিলায় শক্ত অবস্থানে স্থানীয় প্রশাসন। নিরাপত্তার পাশাপাশি নির্বাচনের স্বচ্ছতার ওপর অগ্রাধিকার দেওয়া হচ্ছে। হামলা শিকার ও হুমকির মুখে এরই মধ্যে দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন কয়েকজন নির্বাচনী কর্মকর্তা। ব্যালট বাক্সে অগ্নিসংযোগের ঘটনা সুষ্ঠু নির্বাচনকে আরো হুমকিতে ফেলেছে।