ঘুষমুক্ত রাঙামাটি গড়তে চাই—ভোটারদের জুঁই চাকমার প্রতিশ্রুতি
ঘুষমুক্ত রাঙামাটি গড়ার ঘোষণা দিয়েছেন রাঙামাটি আসনে সংসদ সদস্য পদে একমাত্র নারী প্রার্থী, গণতন্ত্র মঞ্চের সমর্থিত বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী জুঁই চাকমা। তিনি বলেন, ‘নির্বাচিত হলে যুব সমাজসহ সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে একটি ঘুষমুক্ত রাঙামাটি গড়ে তুলবেন। এটিই আমার প্রধান নির্বাচনি অঙ্গীকার ও ভোটারদের প্রতি প্রতিশ্রুতি।’