আলোচনা ছাড়াই গাজার ভবিষ্যৎ নিয়ে কুশনারের ‘মাস্টার প্ল্যান’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও আবাসন ব্যবসায়ী জারেড কুশনার গেল সপ্তাহে সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যুদ্ধ পরবর্তী গাজা নিয়ে এক মাস্টার প্ল্যান তুলে ধরেন। ফিলিস্তিনিদের সঙ্গে কোনোরকম আলোচনা ছাড়াই গাজার নগর কাঠামো কেমন হবে, তার একটি চিত্র তুলে ধরা হয় এ মাস্টার প্ল্যানে। যার মধ্যে রয়েছে, আবাসিক ভবন, তথ্য কেন্দ্র, সমুদ্রতীরবর্তী অবকাশযাপন কেন্দ্র, পার্ক, খেলাধুলার ব্যবস্থা এবং একটি বিমান বন্দর।