দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দাবানল: কম বৃষ্টিপাতকে দায়ী করছেন বিশেষজ্ঞরা
গত চার দশক ধরে শীতকালে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দাবানল নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। যার প্রধান কারণ হিসেবে যুক্তরাষ্ট্রের এই অঙ্গরাজ্যে কম বৃষ্টিপাতকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। আর এ কারণেই শীতকাল এলেই ঝড়ো গতির হাওয়ায় বিধ্বংসী রূপ নেয় দাবানল। এবারের দাবানলকে ক্যালিফোর্নিয়ার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানল হিসেবে বিবেচনা করা হচ্ছে। ক্ষয়ক্ষতি ছাড়িয়ে যেতে পারে ১৫ হাজার কোটি ডলার।