দাবি মানার পরও চলমান আন্দোলন চালিয়ে নেয়ার যৌক্তিকতা নেই: ঢামেক পরিচালক
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের প্রেক্ষিতে চালু রয়েছে জরুরি বিভাগ। তবে, বন্ধ আছে বর্হিবিভাগ সেবা। এ অবস্থায় জরুরি বিভাগে বেড়েছে রোগীর চাপ। অনেকেই সেবা না পেয়ে ছুটছেন অন্য হাসপাতালে। অন্যদিকে কিছু দাবি মানার পরও চলমান আন্দোলন চালিয়ে নেয়ার যৌক্তিকতা নেই বলে মত হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হকের।