মরিয়া হয়ে উঠছে পারমাণবিক শক্তিধর দেশগুলো
পারমাণবিক শক্তিধর দেশগুলো দিন দিন মরিয়া হয়ে উঠছে তাদের পরমাণু সক্ষমতা বাড়াতে। আর সেই উদ্দেশ্যে প্রায় প্রতিবছরই এ খাতে বিনিয়োগ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া। বিশ্বের মোট পারমাণবিক অস্ত্রের ৯০ শতাংশ সুপার পাওয়ার যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কব্জায়। পারমাণবিক বোমার মজুত বাড়ানোর এই প্রবণতা মানব সভ্যতার জন্য বড় হুমকি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।