ক্ষমতার পালাবদলেও বদলায়নি ভাগ্য; উন্নয়নমুখী নেতৃত্ব চান ভোলার নারীরা
প্রাকৃতিক সৌন্দর্য আর গ্যাস বিদ্যুতে সমৃদ্ধশালী জেলা হয়েও বারবার ক্ষমতার পালাবদলেও ভাগ্য বদলায়নি ভোলার নারী ভোটারদের। নির্বাচন ঘিরে এবার বদলের প্রত্যাশায় এ জেলার নারীরা। নিরাপদ জীবন, সহিংসতামুক্ত পরিবেশ আর কর্মসংস্থান নিশ্চিত করতে উন্নয়নমুখী নেতৃত্ব চান তারা।