জীব ও জীবনের সূত্র ও সূচনায় জল। খাদ্যের অভিন্ন অংশ। পানি কি শুধু তৃষ্ণা মেটায়? যাপিত জীবনের সঙ্গে পানির নিবিড় যৌথতা। প্রাণ-প্রকৃতির বিকাশ কিংবা খাদ্য উৎপাদন, পানির বিকল্প নেই কোথাও।