দুরন্ত, অদম্য, দুর্নিবার। জলের সঙ্গে যে মিতালি নৈসর্গিক। ঢেউয়ের কুচিগুলো ফিরিয়ে নেবে স্মৃতির মোহনায়। মনে পড়বে ছেলেবেলা, খাল-বিল, নদীনালা।