নকল-সিগারেট  

চোখ ফাঁকি দিয়েই চলছিল চট্টগ্রামের নকল সিগারেট কারখানা

চোখ ফাঁকি দিয়েই চলছিল চট্টগ্রামের নকল সিগারেট কারখানা

বছরে সরকারের রাজস্ব ক্ষতি কয়েকশ কোটি

সরকারের নজরদারি সংস্থা আর গোয়েন্দাদের চোখ ফাঁকি দিয়ে চট্টগ্রামে দীর্ঘদিন ধরে তৈরি হচ্ছিলো দেশি-বিদেশি নানা ব্র্যান্ডের নকল সিগারেট। যা ছড়িয়ে দেয়া হতো সারাদেশে। এতে প্রতি বছর শত শত কোটি টাকা রাজস্ব হারাচ্ছিল সরকার। চট্টগ্রামের হালিশহরে গত দুই দিনের অভিযানে এমন চারটি গুদাম ও কারখানার সন্ধান পায় কাস্টমস গোয়েন্দারা। পাওয়া যায় সাড়ে তিন কোটি টাকার সিগারেটের ট্যাক্স টোকেনসহ নানা উপকরণ। আর এসব কারখানার মালিক ছিলেন খোদ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর আবদুর সবুল লিটন।