বর্ণিল আলোকসজ্জায় ছেয়েছে রোম ও ভ্যাটিকান সিটিসহ পুরো ইতালি
বড়দিন ঘিরে বর্ণিল আলোকসজ্জায় ছেয়েছে রোম ও ভ্যাটিকান সিটিসহ পুরো ইতালি। বড়দিনের কয়েকদিন বাকি থাকলেও এখন থেকেই ভিড় বাড়ছে দর্শনার্থীদের। বিক্রি বাড়ায় চাঙা উৎসবকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য। এতে, মোটা অঙ্কের লাভের প্রত্যাশা প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের।