ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র, কার্তুজ ও ককটেল উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহর থেকে দুইটি দেশিয় ওয়ান শ্যুটারগান, শটগানের ১০ রাউন্ড কার্তুজ ও পাঁচটি ককটেল উদ্ধার করেছে র্যাব। গতকাল (মঙ্গলবার, ২৭ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে শহরের শিমরাইলকান্দি এলাকায় অভিযান চালিয়ে র্যাব-৯ এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের সদস্যরা এ সব উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।