শরীরে ময়লা ছিটিয়ে ৪ লাখ টাকা চুরি; দুই বছর পর প্রধান আসামি গ্রেপ্তার
২০২২ সালে ময়মনসিংহ শহরের ছোট বাজার এলাকায় ব্যবসায়ী শামছুল আলমের (৬৫) ব্যাগ থেকে ৪ লাখ টাকা চুরির ঘটনায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পিবিআই। গ্রেপ্তারকৃত প্রধান আসামি হান্নান মিয়া (৬২) ঢাকার কোতোয়ালী থানার মৃত আলী মিয়ার ছেলে। তাকে ঢাকার চকবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।