হারিকেন মেলিসায় নিহতের সংখ্যা বেড়ে ৩০
হারিকেন মেলিসায় নিহতের সংখ্যা বেড়ে ৩০ এ পৌঁছেছে। যার মধ্যে জ্যামাইকাতে প্রাণহানি চারজন ও হাইতিতে ২৪ জন। এরইমধ্যে অনেকটা দুর্বল হয়ে ক্যাটাগরি ওয়ানে নেমে এসেছে এবছরের সবচেয়ে শক্তিশালী হারিকেন ‘মেলিসা’। অতিক্রম করছে বাহমা দীপপুঞ্জ দিয়ে। রাতে বারমুডা দিয়ে অতিক্রম করার কথা রয়েছে হারিকেনটির।