১৪ হাজার ডলারের হীরার দুল ১৪ ডলারে বিক্রি!
অনলাইনে চটকদার পণ্যের বিজ্ঞাপন দেখে হরহামেশাই প্রত্যারিত হচ্ছে অনেকেই। তবে এবার ঘটেছে ব্যক্তিক্রমী ঘটনা। প্রতিষ্ঠানের ভুলে নামমাত্র মূল্যে দামি পণ্য কিনে ফেলেন মেক্সিকোর এক ক্রেতা। বিক্রেতা প্রতিষ্ঠানের ভুল দাম উল্লেখের কারণে মাত্র ১৪ ডলারে বিক্রি হয়েছে বিলাসবহুল ব্র্যান্ডের ১৪ হাজার ডলারের একটি হীরার দুল।