উত্তর আর দক্ষিণ আমেরিকার মধ্যে সংযোগ স্থাপনকারী একমাত্র স্থলপথ 'ড্যারিয়েন গ্যাপ'। প্রতিবছর হাজার হাজার অভিবাসী মোটা অঙ্কের ডলার খরচ করে কঠিন এই পথ পাড়ি দেয়ার চেষ্টা করেন উন্নত জীবনের আশায়। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির অভিবাসন নীতিকে কঠোর করার পর আলোচনায় উঠে আসে বিশ্বে অবৈধ অভিবাসীদের সবচেয়ে বিপজ্জনক রুটগুলোর একটি এই 'ড্যারিয়েন গ্যাপ'।