নিউ ইয়র্কভিত্তিক রিয়েল-টাইম থ্রেট ইন্টেলিজেন্স কোম্পানি ডেটামাইনার, সাইবার সিকিউরিটি কোম্পানি থ্রেটকানেক্টকে অধিগ্রহণ করবে। ২৯০ মিলিয়ন মার্কিন ডলারে ডেটামাইনার অধিগ্রহণ করবে।