অভিবাসন প্রক্রিয়া বন্ধের ঘোষণা: আওতাধীন দেশগুলোর নাম স্পষ্ট করেননি ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প তৃতীয় বিশ্বের দেশ থেকে অভিবাসন প্রক্রিয়া স্থায়ীভাবে বন্ধের ঘোষণা দিলেও স্পষ্ট করেননি এ তালিকায় থাকবে কোন কোন দেশ। এখন প্রশ্ন ওঠে কোথা থেকে এলো এ তৃতীয় বিশ্বের ধারণা? এ তালিকায় কি বাংলাদেশও আছে? এছাড়া ওয়াশিংটনে ন্যাশনাল গার্ডের ওপর হামলা চালানো ব্যক্তির পরিচয় প্রকাশের সঙ্গে অভিবাসন নীতির কোনো সম্পর্ক আছে কী না- এমন প্রশ্নও তুলছে আন্তর্জাতিক গণমাধ্যম।