প্রবেশে সময়সীমা ৩১ মে পর্যন্ত
মালয়েশিয়ায় নিয়োগ পাওয়া নতুন বিদেশি কর্মীদের দেশটি প্রবেশের সময় শেষ হচ্ছে আগামীকাল (৩১ মে)। ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার এইচ ই হাজনাহ মো. হাসিম জানিয়েছেন, এই সময় আর বাড়ানো হচ্ছে না। এরই মধ্যে দেশটিতে পৌঁছেছেন সাড়ে চার লাখেরও বেশি বাংলাদেশি। নির্ধারিত সময়ে শেষ মুহূর্তে কুয়ালালামপুর বিমানবন্দরে কর্মীদের উপচেপড়া ভিড়।