লিগে চ্যাম্পিয়ন হওয়ার জন্য বড় বাজেটের দল গড়ছে ঢাকা আবাহনী। তবে, দেশি ফুটবলার চূড়ান্ত হলেও বিদেশিদের সঙ্গে কথাবার্তা চলমান। যদিও এরইমধ্যে ব্রাজিলিয়ান রাফায়েল অগাস্টোকে দলে ভিড়িয়েছে ঐতিহ্যবাহী ক্লাবটি। দলটির ম্যানেজার নজরুল ইসলাম বলছেন, অভিজ্ঞ আর তারুণ্যের মিশেলে হবে এবারের স্কোয়াড।