যুক্তরাষ্ট্রের আকাশে রহস্যজনক ড্রোন সদৃশ বস্তু
যুক্তরাষ্ট্রের আকাশে উড়ছে রহস্যজনক ড্রোন সদৃশ বস্তু। নিউজার্সি, নিউইয়র্কসহ বিভিন্ন স্থানে গেল সপ্তাহে অচেনা এসব আকাশযান উড়তে দেখে আতঙ্কে সরকারের কাছে জবাব চাইছেন স্থানীয়রা। রিপাবলিকানরা বলছেন, ইরান থেকে আসতে পারে এই ড্রোন। আশঙ্কা উড়িয়ে দিয়ে এফবিআই, পেন্টাগন পুরো বিষয়টি অস্বীকার করে বলছে, দেশের জন্য এখনও কোনো ঝুঁকি তৈরি হয়নি। তবে এই আকাশযানগুলো নিয়ে শুরু হয়েছে তদন্ত।