ড্রেনেজ অব্যবস্থাপনা আর জলাবদ্ধতায় নাকাল জুরাইনের বাসিন্দারা
ড্রেনেজ অব্যবস্থাপনা আর জলাবদ্ধতায় নিমজ্জিত এলাকা জুরাইন। সীমাহীন ভোগান্তিকে সঙ্গী করেই দিন কাটছে এখানকার বাসিন্দাদের। সাথে মড়ার ওপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে বেহাল রাস্তাঘাট। দীর্ঘদিনের এ সমস্যা সমাধান না হওয়ায় সেবা সংস্থাগুলোকে দুষছেন এলাকাবাসী। এমন বাস্তবতায় নাগরিক সেবাকে অগ্রাধিকার দিয়ে কাজ করার তাগিদ নগরবিদদের। আর দ্রুতই সমাধানের আশ্বাস সিটি করপোরেশনের।