ডেমোক্রেটিক-পার্টির-প্রেসিডেন্ট-প্রার্থী-কামালা-হ্যারিস  

হাড্ডাহাড্ডি লড়াই দেখতে যাচ্ছে বিশ্ববাসী!

প্রার্থীদের কথার ফুলঝুড়ি থাকলেও ভোটারদের কেমন আকৃষ্ট করতে পারলেন ডোনাল্ড ট্রাম্প ও কামালা হ্যারিস? যুক্তরাষ্ট্রের পূর্ব থেকে পশ্চিম প্রান্তে গেলেও পাওয়া যাচ্ছে মিশ্র বক্তব্য। বিশ্লেষকরা বলছেন, অভিবাসী আটকানোর নীতি রিপাবলিকানদের খানিকটা ফ্রন্টফুটে রেখেছে। অন্যদিকে গর্ভপাতের স্বাধীনতায় ইতিবাচক অবস্থান নারীদের মধ্যে জায়গা করে দিয়েছে কামালাকে। তাই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে যাচ্ছে বিশ্ববাসী।

বারবার হত্যা চেষ্টায় ট্রাম্পের মনোবল বেড়েছে কয়েকগুণ

দ্বিতীয়বার হত্যা চেষ্টা থেকে বাঁচার পর প্রেসিডেন্টের সমপর্যায়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নির্বাচনী প্রচারণায় ডোনাল্ড ট্রাম্প। নিউইয়র্কে এক সভায় ট্রাম্প জানান, বারবার হত্যা চেষ্টা তার মনোবল বাড়িয়েছে কয়েকগুণ। অন্যদিকে, ওয়াশিংটন ডিসিতে কামালা হ্যারিস অভিযোগ করেন, দেশকে পেছনে ঠেলে দিতে চাইছেন ট্রাম্প ও তার কট্টর মিত্ররা।