ইন্সটাগ্রামে ট্রেন্ডিংয়ে 'অল আইস অন রাফাহ'
পরিচিত কিংবা অপরিচিত, ইন্সটাগ্রামে সবার স্টোরিতে শোভা পাচ্ছে একটি ছবি-অল আইস অন রাফাহ। তিন মাস আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা'র এক কর্মকর্তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে দাবানলের মতো। সাড়ে ৪ কোটিবার শেয়ার করা ছবিটির বিষয়বস্তু কী? কেনই বা আসছে ট্রেন্ডিংয়ে?