ঈদের পর ধারাবাহিক পতনে চলছে দেশের পুঁজিবাজার। এতে ছয় কার্যদিবসে ২শ' পয়েন্টের বেশি কমেছে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক। এমন অবস্থায় বাজারের এই পতনের দায়ভার নিয়ন্ত্রণ সংস্থাগুলোকে নেওয়ার দাবি জানিয়েছেন সাধারণ বিনিয়োগকারীরা। সেই সঙ্গে শেয়ারবাজারের নেতিবাচক এ অবস্থার জন্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের স্বার্থপর আচরণকে দায়ী করেছেন বিশ্লেষকরা।