মার্কিন নির্বাচন নিয়ে দ্বিধাবিভক্ত কাতারে বাংলাদেশি আমেরিকানরা
মার্কিন নির্বাচন নিয়ে দ্বিধাবিভক্ত ভোটাররা। এই কাতারে রয়েছেন বাংলাদেশি আমেরিকানরাও। যুদ্ধ বন্ধে ডেমোক্র্যাট কিংবা রিপাবলিকান কারো ওপরই আস্থা নেই তাদের। এজন্য ভোট দেবেন না বলে জানিয়েছেন অনেকেই। আর ট্রাম্পের অভিবাসী ও মুসলিম বিরোধী বক্তব্যে আতঙ্ক ছড়াচ্ছে কমিউনিটিতে।