নেপালকে ২১ রানে হারিয়ে সুপার এইটে বাংলাদেশ
লো স্কোরিং ম্যাচে রুদ্ধশ্বাস উত্তেজনা ছড়িয়ে দুর্দান্ত জয় বাংলাদেশের। নেপালকে ২১ রানে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে বাংলাদেশ। আগে ব্যাট করে মাত্র ১০৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। কিন্তু, বিশ্বকাপে বরাবরের মতো এবারও ম্যাচ বাঁচিয়েছে বোলাররা। বিশেষ করে তানজিম সাকিবের ক্যারিয়ার ও ম্যাচ সেরা বোলিংয়ে স্বপ্নীল জয় উল্লাসে মাতে টাইগাররা।