দুইবারের ব্যর্থতার পর প্লে-অফে নতুন আশা নিয়ে নামবে ইতালি
আগের দুই বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফে আটকে যাওয়া ইতালি কি এবার পারবে প্লে অফ পর্ব উতরাতে? উত্তরের জন্য থাকতে হবে মার্চের অপেক্ষায়। তবে আপাতত নির্ধারিত হয়েছে প্রতিপক্ষ। সেই সঙ্গে আন্তমহাদেশীয় প্লে-অফের ড্র ও অনুষ্ঠিত হয়েছে। এ পর্বে বিশ্বকাপের দুটি জায়গার জন্য লড়বে ছয়টি দল।