ঝুঁকিপূর্ণ পথে ইউরোপে গিয়ে প্রাণ হারাচ্ছেন বাংলাদেশিরা
গেল বছর অনিয়মিত পথে ইউরোপে যাওয়ার শীর্ষে ছিল বাংলাদেশিরা। ইউরোপীয় সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থা ফ্রন্টেক্সের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে যাত্রা করে নিখোঁজের পাশাপাশি মৃত্যুর সংখ্যাও কম নয়। দু’দশকে কেবল নরসিংদী থেকে বিদেশে গেছেন প্রায় চার লাখ ৪০ হাজার কর্মী। নিবন্ধন করে যাওয়া ব্যক্তিদের পরিসংখ্যান বিএমইটি’র কাছে থাকলেও অবৈধ পথে যাওয়া অভিবাসীদের তথ্য নেই কারো কাছে।