গণতন্ত্রের প্রতি অনুগত থেকে দেশ গঠনে কাজ করে যাওয়ার জন্য সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বলেন, যেকোনো প্রাকৃতিক দুর্যোগে ৩ বাহিনীর সদস্যরা বারবার জনগণের পাশে দাঁড়িয়েছেন। জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার পাশে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনীর সদস্য যে অবদান রেখেছেন, তা অবিস্মরণীয় হয়ে থাকবে বলে মনে করেন তিনি। সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবস ২০২৪ এ যোগ দিয়ে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা।