অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত জুমের ধান, বান্দরবানের দুর্গম অঞ্চলে খাদ্য সংকট
অতিবৃষ্টির কারণে জুমের ধান নষ্ট হওয়ায় খাদ্য সংকট দেখা দিয়েছে বান্দরবানের থানচির সীমান্তবর্তী দুর্গম কয়েকটি পাড়ায়। চাল না থাকায় ভাতের পরিবর্তে বাঁশ কোড়ল, জুমের আলুসহ ফল খেয়ে জীবনধারণ করছেন দুর্গম এলাকার ৬৪টি পরিবার। সংকট দূর করতে ব্যবস্থা নেয়ার কথা জানায় উপজেলা প্রশাসন।