ফরিদপুর জিলা স্কুলের ঐতিহ্যের ১৮৫ বছর; উৎসব শুরু বৃহস্পতিবার
ফরিদপুর জিলা স্কুল গৌরবময় ১৮৫ বর্ষ উদযাপন ও পুনর্মিলনী উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) থেকে দুইদিনের উৎসব শুরু হচ্ছে। ওইদিন সকাল ১০টার দিকে পতাকা উত্তোলন, সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন, শপথবাক্য পাঠ ও ব্যানার, ফেস্টুন, ঘোড়াগাড়ীসহ সুসজ্জিত আনন্দ শোভাযাত্রা নিয়ে শহর প্রদক্ষিণের মধ্যে দিয়ে শুরু হবে দুদিনব্যাপী অনুষ্ঠানমালা।