জিরা

হিলি স্থলবন্দরে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১৫ কোটি টাকা বেশি রাজস্ব আয়

দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর হিলি। করোনার পর থেকে রাজস্ব আদায়ে কোনোভাবেই ঘুরে দাঁড়াতে পারেনি হিলি স্থলবন্দর শুল্ক স্টেশন কর্তৃপক্ষ। তবে সদ্য বিদায়ী ২০২৩-২৪ অর্থবছরে লক্ষ্যমাত্রার থেকে ১৪ কোটি ৭৮ লাখ টাকা বেশি রাজস্ব আহরণ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। বিগত বছরগুলোর তুলনায় আমদানি কম হলেও রাজস্ব আয়ে প্রভাব না পড়ায় বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। তবে কাস্টমস কর্তৃপক্ষ বলছেন বিগত অর্থবছরের তুলনায় সদ্য বিদায়ী অর্থবছরে শুল্কযুক্ত পণ্য আমদানি বেশি হওয়ায় রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব হয়েছে।