জাতিসংঘে-মার্কিন-রাষ্ট্রদূত

গাজায় জিম্মিদের মুক্তি না দিলে ভয়াবহ পরিণতির হুমকি ট্রাম্পের

আগামী ২০ জানুয়ারির মধ্যে গাজায় জিম্মিদের মুক্তি না দিলে ভয়াবহ পরিণতির হুমকি দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউজের ক্ষমতা গ্রহণের আগেই যুদ্ধবিরতি চান তিনি। এছাড়া গাজা ভয়াবহ মানবিক সংকটের দ্বারপ্রান্তে আছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত। গাজায় ত্রাণ পৌঁছানোর জন্য প্রধান প্রবেশদ্বার রাফাহ ক্রসিং খুলে দেয়ার জন্য বৈঠক করেছে হামাস ও ফাত্তাহ গোষ্ঠী। এদিকে ইসরাইলি হামলায় গাজায় একদিনে ৩৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়াও যুদ্ধবিরতি উপেক্ষা করেই দক্ষিণ লেবাননেও ইসরাইলি হামলায় নতুন করে নিহত হয়েছেন অন্তত ১১ জন। ফলে, হুমকিতে পড়েছে চলমান যুদ্ধবিরতির ভবিষ্যৎ।