জাকার্তায় বর্জ্য অব্যবস্থাপনার বিরুদ্ধে নদী রক্ষায় অভিনব পদক্ষেপ
প্রতিদিন একটি নদীর বুকে শুধু কঠিন বর্জ্যই ভেসে যায় সাত হাজার টনের বেশি। জাকার্তার বর্জ্য অব্যবস্থাপনার প্রতীক এ নদী, বিশ্বে ভয়াবহ দূষণের কবলে থাকা জলপথের অন্যতম। জীবন-জীবিকার উৎস হিসেবে নদীটিকে রক্ষার বার্তা দিতে বিশ্ব নদী দিবসে সেজন্য হয়ে গেলো অভিনব এক উৎসব। প্লাস্টিকের বোতলসহ নানারকম পুনর্ব্যবহৃত উপকরণ দিয়ে তৈরি ৪০টির বেশি নৌকা ভেসে চলেছে চিলিউং নদীর তীর ধরে। বিশ্বের অন্যতম দূষিত নৌপথ বলেই বিশ্ব নদী দিবসে এমন প্রতীকী নৌ-যাত্রা চিলিউংয়ে।