ফরিদপুরে মোট কৃষি জমির ৭৫ ভাগে পাট চাষ হয়েছে। তবে দাবদাহ ও প্রয়োজন অনুযায়ী পানি না পাওয়ায় গাছের বৃদ্ধি আশানুরূপ হয়নি। আবার পাট কাটার মৌসুম হলেও জলাশয়ে পানির সংকটে জাগ দেয়া নিয়েও সংকটে চাষিরা। এতে গেলো মৌসুমের তুলনায় পাট চাষের পরিধি বাড়লেও দেখা দিয়েছে ফলন বিপর্যয়ের শঙ্কা। এর সাথে উৎপাদন ব্যয় বাড়ায় লাভের মুখ দেখা নিয়ে কৃষকের মনে সংশয়।