উচ্চ খরচে কমল বাংলাদেশ প্রতিনিধি, কপ৩০-এ জলবায়ু সুবিচারের কণ্ঠস্বর ক্ষীণ
আগামী সোমবার ব্রাজিলের বেলেম শহরে শুরু হচ্ছে জাতিসংঘের ৩০তম জলবায়ু সম্মেলন কপ৩০। প্রায় ১৫০ দেশের প্রতিনিধি মিলিত হয়ে বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলার পথ খুঁজবেন। কপ৩০ শুধু জলবায়ু নয়, আমাজন বন ও আদিবাসী জনগোষ্ঠীর গুরুত্বকেও আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরবে।