জাপানের প্রধানমন্ত্রী হওয়ার দৌঁড়ে এগিয়ে সানায়ে তাকাইচি
জাপানের প্রধানমন্ত্রী হওয়ার দৌঁড়ে বেশ এগিয়ে সানায়ে তাকাইচি। ইতোমধ্যে তাকে নতুন সভাপতি হিসেবে বেছে নিয়েছে দেশটির ক্ষমতাসীন দল এলডিপি। তবে অর্থনৈতিক মন্দা, জনসংখ্যা হ্রাস ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ নানা সমস্যার সম্মুখীন দেশটির ক্ষমতাভার সামলানো তার জন্য চ্যালেঞ্জিং হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। পাশাপাশি দেশটির রাজনৈতিক অঙ্গনে স্থিতিশীলতা ফেরাতেও তাকে বেগ পেতে হবে বলেও মনে করছেন অনেকে।