ক্যান্ডিডা অরিসে আইসিইউতে নীরব মৃত্যুর ছায়া: শনাক্তে অক্ষম ৯৫% ইউনিট, অকার্যকর অ্যান্টিফাংগাল
আইসিইউতে প্রাণঘাতী ছত্রাক ক্যান্ডিডা অরিসে আক্রান্তের ৯০ শতাংশই প্রাণ হারাচ্ছে। দেশের ৯৫ শতাংশ এনআইসিইউ ও আইসিইউ ক্যান্ডিডা অরিস শনাক্তে অক্ষম। হাতে গোনা কয়েকটি ল্যাবে নির্ণয় করা সম্ভব হলেও এ ছত্রাক নির্মূলে ব্যর্থ প্রচলিত অ্যান্টিফাংগাল ওষুধ। বিশেষজ্ঞদের মতে, মানহীন নিবিড় পরিচর্যা কেন্দ্র এবং যত্রতত্র অ্যান্টিবায়োটিকের অপব্যবহারের কুফল এ নীরব প্রাণহানির মূলে।