চীন-রাশিয়া-বাণিজ্য
জ্বালানি বাণিজ্য জোরদারের ঘোষণা চীন-রাশিয়ার

জ্বালানি বাণিজ্য জোরদারের ঘোষণা চীন-রাশিয়ার

চীন সফরে এসে দুই দেশের জ্বালানি বাণিজ্য আরও জোরদারের ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, শক্তিশালী দেশগুলোর সম্পর্কের রোল মডেল চীন-রাশিয়ার বন্ধুত্ব। রুশ প্রেসিডন্টে বলেন, অন্য দেশের জন্য এই সম্পর্ক ঝুঁকি নয়। যদিও মার্কিন বিশ্লেষকরা বলছেন, চীন আর রাশিয়ার বন্ধুত্ব জোরালো হওয়ার ঘটনা মারাত্নক ভুল।

দিন দিন বেড়েই চলছে চীন-রাশিয়া বাণিজ্য

দিন দিন বেড়েই চলছে চীন-রাশিয়া বাণিজ্য। চীনা কাস্টমসের তথ্যমতে, ২০২৩ সালে দেশ দু'টিতে আমদানি-রপ্তানি হয়েছে প্রায় ২৫০ বিলিয়ন ডলার। আন্তর্জাতিক সব নিষেধাজ্ঞা উপেক্ষা করে মস্কোর সঙ্গে ভালো সম্পর্ক রাখায় এবার তার মাশুল গুনতে হবে চীনকে। এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদমাধ্যম বিবিসি।