শেরপুরে বিদ্যালয়ে প্রাথমিক চিকিৎসা কর্নার স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন
শেরপুরের বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের জন্য প্রাথমিক চিকিৎসা কর্নার স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ (বুধবার, ১৭ সেপ্টেম্বর) দুপুর ২টায় শহরের একটি রেস্তোরায় বেসরকারি উন্নয়ন সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহযোগিতায় তরুণ সমাজের পক্ষ থেকে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।