পটুয়াখালীতে অবাধে চিংড়ির রেণু শিকার
পটুয়াখালীর কলাপাড়ার বিভিন্ন নদ-নদীতে অবাধে চলছে চিংড়ির রেণু শিকার। এতে একদিকে যেমন চিংড়ির বংশ বিস্তার ক্ষতিগ্রস্ত হচ্ছে অন্যদিকে নিধন হচ্ছে হাজার হাজার অন্য মাছের পোনা। মৎস্য বিশেষজ্ঞরা বলছেন, প্রতিটি চিংড়ির রেণুর সঙ্গে অন্য প্রজাতির অন্তত ১২০টি পোনা নিধন হচ্ছে।