চায়ের মান না বাড়ায় বৈশ্বিক বাজারে প্রসার বাড়ছে না
দেশের অর্থনীতির আদি উৎসগুলোর একটি চা শিল্প। স্বাধীনতার ৫০ বছরে চা বাগানের সংখ্যা ও উৎপাদন বেড়েছে। বৈশ্বিক চা উৎপাদনকারী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১২তম। তবে বাড়েনি চায়ের গুণগত মান। ফলে আন্তর্জাতিক বাজার ধরতে না পারায় সংশ্লিষ্টরা একে অপরকে দুষছেন। আর বিপণনে আশানুরূপ ফল না আসার কারণ হিসেবে বেশকিছু কারণ চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা।