চাকরি-হারানোর-ঝুঁকি

ইলন মাস্কের নতুন দপ্তরের মাধ্যমে চাকরি হারানোর শঙ্কায় লক্ষাধিক সরকারি কর্মী

ট্রাম্প প্রশাসনের নতুন দপ্তর-ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সিতে ইলন মাস্ককে দায়িত্ব দেয়ার পর বিভিন্ন দপ্তরের লক্ষাধিক চাকরিজীবী তাদের চাকরি হারানোর ঝুঁকিতে রয়েছেন। কারণ অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠতে নিজ মালিকানাধীন প্রতিষ্ঠান টেসলা ও এক্স থেকে হাজারো কর্মী ছাঁটাইয়ের জন্য আগে থেকেই বেশ সমালোচিত ইলন মাস্ক। যদিও ট্রাম্প প্রশাসনকে শক্তিশালী করতে অহেতুক ব্যয় কমিয়ে আনা ও সরকারি অপচয় রোধে সিনেটের অনুমোদনের প্রয়োজন হবে ইলন মাস্কের ডিপার্টমেন্টের।