চাঁদপুরে লোকবল ও ট্রেন সংকটে জর্জরিত রেল বিভাগ
চাঁদপুরে যোগাযোগের অন্যতম মাধ্যম রেলপথ। ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত যোগাযোগের এই মাধ্যমটি আজ নানা সংকটে জর্জরিত। প্রয়োজনীয় লোকবল ও ট্রেন সংকটে না থাকার মতো টিকে আছে রেল বিভাগ। এরইমধ্যে বন্ধ হয়ে গেছে বেশ কয়েকটি স্টেশন। চলাচলে সস্তি ফিরিয়ে আনতে লোকবল নিয়োগের পাশাপাশি ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবি স্থানীয়দের। আর সংকট নিরসন করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার আশ্বাস রেল কর্তৃপক্ষের।