চাঁদপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ৯ এমএম পিস্তলসহ ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। আজ (মঙ্গলবার, ১৫ অক্টোবর) বিকেলে সদর উপজেলার বালিয়া ইউনিয়নের সাপদি গ্রামের নোয়ারাজা জমাদারের বাড়ির রাস্তার পাশে বাঁশবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়। এ সময় একটি ম্যাগাজিন ও পিস্তল কভার উদ্ধার করা হয়।