প্রবাসী হওয়ার স্বপ্ন নিয়ে বিদেশে পা বাড়াচ্ছে কুমিল্লার তরুণরা। গেল বছর শুধু কুমিল্লা থেকেই বিদেশ পাড়ি জমিয়েছেন ১ লাখের বেশি তরুণ। এতে করে রেমিট্যান্স এসেছে প্রায় ১৬৬ কোটি ডলার। কিন্তু সবাই কি স্বপ্ন ছুঁতে পারছে? কারও আসে নিথর দেহ, কেউ আবার ফেরে নিঃস্ব হয়ে। সঠিক পরিকল্পনা আর দক্ষতার অভাবে পিছিয়ে পড়ে শ্রমবাজারের প্রবাসীরা। রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে গতিশীল করলেও সেবা খাতে হয়রানি আর দুর্ভোগে হতাশ কর্মীরা।